সিটি ইউনিভার্সিটিকে সাড়ে ৬২ লাখ টাকা জরিমানা করল হাইকোর্ট

সময় ট্রিবিউন | ২০ সেপ্টেম্বর ২০২১, ০৬:০২

হাইকোর্ট-ফাইল ছবি

নির্দেশনার বাইরে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করায় সিটি ইউনিভার্সিটিকে সাড়ে ৬২ লাখ টাকা জরিমানা করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে আগামী ৬০ দিনের মধ্যে তিন কিস্তিতে ৬২ লাখ ৫০ হাজার টাকা বার কাউন্সিলের তহবিলে জমা দিতে ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

ইউনিভার্সিটির ৩১০ শিক্ষার্থীর রিট আবেদনের শুনানি নিয়ে রবিবার (১৯ সেপ্টেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জানা গেছে, বাংলাদেশ বার কাউন্সিল ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলো তাদের আইন বিভাগে সেমিস্টার প্রতি ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না। কিন্তু সে নির্দেশনাকে না মেনে অধিক শিক্ষার্থী ভর্তি করায় সিটি ইউনিভার্সিটি। ফলে বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় থেকে বঞ্চিত হন ইউনিভার্সিটির ছয়টি ব্যাচের ৩১০ জন শিক্ষার্থী। তাই প্রতিকার চেয়ে ৩১০ জন শিক্ষার্থী হাইকোর্টে রিট দায়ের করেন।


আপনার মূল্যবান মতামত দিন: