হেফাজত নেতা জুবায়ের গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ১৭ এপ্রিল ২০২১, ০২:২৪

হেফাজত ইসলামের ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদ-ছবি: সংগৃহীত

২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মামলায় হেফাজত ইসলামের ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে লালবাগের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুব আলম।

তিনি বলেন, শুক্রবার বিকেলে লালবাগের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও একটি মামলার আসামি।

উল্লেখ্য, মাওলানা জুবায়েরসহ এখন পর্যন্ত হেফাজতের কেন্দ্রীয় সাতজন নেতাকে গ্রেফতার করা হলো। এর বাইরে বিভিন্ন জেলা-উপজেলা থেকেও শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

মোদিবিরোধী আন্দোলন করতে গিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে তাণ্ডব চালানোর অভিযোগে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: