আলোচিত রাজীব হত্যা মামলায় ২৩ জনের মৃত্যুদণ্ডাদেশ

সময় ট্রিবিউন ডেস্ক | ২২ মার্চ ২০২৩, ০০:৪৯

সংগৃহীত

২০১২ সালে আলোচিত মাদারীপুরের রাজীব হত্যা মামলায় ২৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই মামলার ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৪ জনকে খালাস দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২১ মার্চ) বিকেল পাঁচটায় জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) বেগম লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন। 

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান সিংহ জানান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস আজ মঙ্গলবার ২২ আসামির উপস্থিতিতে এ রায় দেন।

এই আইনজীবী বলেন, ২০১২ সালে রাজীব সরদারকে হত্যা করা হয়। এ মামলায় মোট ৩৬ জন আসামি ছিলেন। রায় ঘোষণার সময় আদালতে ২২ আসামি উপস্থিত ছিলেন। বিচার চলাকালে তিন আসামি মারা গেছেন।

আদালত যাবজ্জীবন পাওয়া ছয় আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন।


আপনার মূল্যবান মতামত দিন: