হেফাজত নেতা জুনায়েদ কাসেমী গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ১ মে ২০২১, ২১:৩৫

হেফাজত নেতা মাওলানা জুনায়েদ কাসেমী-ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলামের সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ধ্বংসত্মাক কাজে জড়িত থাকার মামলায় হেফাজত নেতা মাওলানা জুনায়েদ কাসেমীকে গ্রেপ্তার করেছে সিআইডি।

শনিবার (১ মে) দুপুর দুইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) জিসানুল হক জিসান।

উল্লেখ্য, হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নেতাকর্মীদের বিরুদ্ধে দেশে দায়ের হওয়া ২৩ মামলার তদন্তের দায়িত্ব পেয়েছিলো সিআইডি। এই ২৩টি মামলার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার ১৫টি, কিশোরগঞ্জের ২টি, চট্টগ্রামের ২টি ও মুন্সিগঞ্জের ২টি রয়েছে। এর মধ্যে ২০১৬ সালে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ৫টি মামলা এবং চলতি বছরে মামলা হয়েছে ১৮টি।

গত ২০ এপ্রিল এক সংবাদ সম্মেলনে সিআইডি'র প্রধান মাববুবুর রহমান বলেছিলেন, আমরা এসব মামলায় প্রাথমিক তদন্তে তিন ধরনের লোকের সংশ্লিষ্টতা পেয়েছি। যারা উপস্থিত থাকছে, অনুপস্থিত থাকলেও ইন্ধন দিয়েছে, আর যারা সরাসরি হামলা ও নাশকতায় জড়িয়েছে। মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে তদন্ত প্রতিবেদন দাখিল করবো।


আপনার মূল্যবান মতামত দিন: