মুক্তি পেলেন সুদানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী

সময় ট্রিবিউন | ২৮ অক্টোবর ২০২১, ০২:৪৭

ছবিঃ সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে মুক্তি দেওয়া হয়েছে। আটকের এক দিন পর দেশটির সেনাবাহিনী তাকে বাড়িতে ফেরার অনুমতি দিয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

সুদানের সেনা জেনারেল আব্দেল ফাত্তাহ আল-বুরহানের ক্ষমতা দখলকে কেন্দ্র করে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠার পর হামদাক ও তার স্ত্রীকে মুক্তি দেওয়া হয়েছে। 

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস হামদককে আটকের নিন্দা ও দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। হামদকের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সুদানের রাজধানী খার্তুমে নিজেদের বাসভবনে ফিরেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদক এবং তার স্ত্রী। বাড়িতে ফিরলেও সামরিক বাহিনী সেখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: