প্রিয়াঙ্কাকে ফের তুলে নিয়ে গেল পুলিশ

সময় ট্রিবিউন | ২১ অক্টোবর ২০২১, ১৮:১১

ছবিঃ সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে ফের পুলিশের হাতে আটক হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। এ নিয়ে চলতি মাসে দ্বিতীয় বার আটক হলেন তিনি। 

বুধবার (২০ অক্টোবর) লখিমপুর খেরির পর এবার আগ্রার অকুস্থলে নিহত এক ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। পরে অবশ্য তাকে মুক্তি দেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, পুলিশ হেফাজতে মৃত এক দলিত ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করতে বুধবার উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ থেকে আগ্রার উদ্দেশে রওনা হয়েছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু কিছুটা সামনে এগোনোর পরই লখনৌ-আগ্রা এক্সপ্রেসওয়ের টোল প্লাজার কাছে তার গাড়ি আটকায় পুলিশ।

এসময় এক্সপ্রেসওয়েতে প্রায় দুই ঘণ্টা আটকে রাখা হয় প্রিয়াঙ্কার গাড়িবহর। সামনে না এগিয়ে তাকে ফিরে যেতে বলার পরও রাজি না হওয়ায় শেষমেশ প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে উত্তরপ্রদেশ পুলিশ। 

তবে পুলিশের দাবি, ১৪৪ ধারা ভেঙে পাঁচ জনের বেশি এক সঙ্গে যাওয়ার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়। শেষ পর্যন্ত সন্ধ্যায় তিন জন সঙ্গী নিয়ে প্রিয়াঙ্কাকে আগ্রায় মৃত দলিতের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার অনুমতি দেয় পুলিশ।

আটক হওয়ার সময় প্রিয়াঙ্কা বলেন, ‘তারা বলছে, আমি যেতে পারব না। আমি যেখানেই যাচ্ছি, বাধা দেওয়া হচ্ছে। আমার কি রেস্তোরাঁয় বসে থাকা উচিত? কারও সঙ্গে দেখা করতে পারব না? পুলিশি হেফাজতে কারও মৃত্যুর ঘটনা থেকে কী ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে!’

 

 



আপনার মূল্যবান মতামত দিন: