সিরিয়ায় বোমা বিস্ফোরণে ১৩ সেনা নিহত

সময় ট্রিবিউন | ২১ অক্টোবর ২০২১, ০২:৪৩

-ছবি সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কে জোড়া বিস্ফোরণের ঘটনায় ১৩ সেনা সদস্য নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে-সেনা সদস্যদের বহনকারী একটি বাস বুধবার সকালের দিকে দামেস্ক শহরের কেন্দ্রস্থলে হাফিজ আল আসাদ সেতুর কাছে পৌঁছানোর পর সড়কের দুই পাশে পর পর দু’টি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই নিহত তারা।

প্রতিবেদনে আরও বলা হয়, ওই এলাকায় পাতানো হয়েছিল মোট ৩টি বোমা। তার মধ্যে দুটি বিস্ফোরিত হয়েছে, একটি হয়নি। অবিস্ফোরিত বোমাটিকে নিষ্ক্রিয় করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আন্তর্জাতিক এই জঙ্গিগোষ্ঠী সর্বশেষ সিরিয়াতে হামলা চালিয়েছিল ২০১৭ সালে। ওই হামলায় নিহত হয়েছিলেন অন্তত ৩০ জন।



আপনার মূল্যবান মতামত দিন: