ভারতে ২৪ ঘণ্টায় ২৭ হাজার আক্রান্ত, ২১৯ মৃত্যু

সময় ট্রিবিউন | ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৯

ছবিঃ সংগৃহীত

গত ২৪ ঘন্টায় ভারতে আরও কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু। এক দিনে দেশটিতে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ২৫৪ জন, মৃত্যু হয়েছে ২১৯ জনের।এর আগে রোববার দেশটিতে আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৫৯১ জন। এ সময়ের মৃত্যু হয়েছে ৩৩৮ জনের। শনিবার দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৩৭৬ জন। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৩০৮ জনের।

বেশ কয়েকদিন ধরে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমছে ভারতে। যদিও মাঝেমধ্যেই দৈনিক সংক্রমণ ও মৃত্যু বেড়ে যায়। এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ ৪২ হাজার ৮৭৪ জনের। করোনাক্রান্ত হয়েছেন তিন কোটি ৩২ লাখ ৬৪ হাজার মানুষ।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ বেড়েছে। গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরনের পেছনে ভূমিকা রেখেছে।


আপনার মূল্যবান মতামত দিন: