দিল্লিতে রেকর্ড বৃষ্টিপাত: সড়কে চলছে নৌকা

সময় ট্রিবিউন | ১২ সেপ্টেম্বর ২০২১, ০৪:০৬

ছবি: ইন্টারনেট

রেকর্ড বৃষ্টিপাতের পর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের বেশ কিছু অংশ তলিয়ে গেছে। ১৯৭৫ সালের পর শহরটিতে বৃষ্টিপাতের পরিমাণ ১ হাজার মিলিমিটার ছাড়িয়েছে। তীব্র বৃষ্টিতে ব্যাহত হচ্ছে বিমান চলাচল।

দিল্লি ও আশেপাশের অঞ্চলগুলোতে ভারি বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। শহরজুড়ে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট।

কাজের তাগিদে ঘর থেকে বের হতে গিয়ে বিপাকে পড়েন বহু কর্মজীবী। যেন অচেনা দিল্লিকে দেখতে পায় নগরবাসী। ভারী বর্ষণে পথ-ঘাট তলিয়ে যাওয়া সাঁতার কাটতে দেখা গেছে পথ শিশুদের। আর বিজেপির এক নেতাকে তো ভেলা নিয়েই বেরিয়ে পড়েন। যা ইতোমধ্যে ভাইরাল নেট দুনিয়ায়।

সফদারজং মানমন্দির তথ্যমতে, দিল্লিতে শুক্রবার সকাল ৮টা ৩০ থেকে শনিবার সকাল ৮টা ৩০ পর্যন্ত ৯৪.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রবল বর্ষণের কারণে মাঝারি (অরেঞ্জ) সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।



আপনার মূল্যবান মতামত দিন: