বিশ্বের সবচেয়ে বড় সাপ এখন আবুধাবিতে

সময় ট্রিবিউন | ১০ সেপ্টেম্বর ২০২১, ০৫:২২

ছবি: ইন্টারনেট

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির জাতীয় অ্যাকুরিয়ামে একজন দক্ষ সাঁতারু যুক্ত হয়েছে। যার ওজন ১১৫ কেজি এবং ধরার জন্য ১২ জন লোকের প্রয়োজন।

বলছি বিশ্বের সবচেয়ে বড় সাপের কথা। যেটি সাত মিটার লম্বা (প্রায় ২৩ ফুট)। যা নাম রেটিকুলেটেড পাইথন। এই সাপটিকে রাখা হয়েছে আবুধাবির জাতীয় অ্যাকুরিয়াম আল কানাতে।

সাপটিকে রাখতে অ্যাকুরিয়ামে ঘন জঙ্গল সৃষ্টির জন্য আট হাজার বন্য গাছ রোপন করা হয়েছে। খুব শিগগির সাপটি দর্শনার্থীদের দেখার জন্য সুযোগ করে দেওয়া হবে।

এই ধরনের সাপের আবাসস্থল দক্ষিণ এবং দক্ষিণপূর্ব এশিয়ায়। রেটিকুলেটেড পাইথন হলো বিশ্বের সবচেয়ে বড় সাপ। এটি লম্বায় ১৬ থেকে ৩৪ ফুট পর্যন্ত হয়ে থাকে।

আবু ধাবির এই অ্যাকুরিয়ামে ২০০ প্রজাতির হাঙ্গর রয়েছে। সূত্র: টাইম আউট দুবাই



আপনার মূল্যবান মতামত দিন: