মাথার মূল্য ৫০ লাখ ডলার, সে ব্যক্তি এখন আফগান স্বরাষ্ট্রমন্ত্রী!

সময় ট্রিবিউন | ৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩০

ছবি: ইন্টারনেট

এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড সিরাজউদ্দিন হাক্কানী আফগানিস্তানে নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানীর মাথার মূল্য ৫০ লাখ ডলার আছে যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের ওয়েবসাইটে।

মঙ্গলবার তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে তাদের অন্তর্বর্তী সরকারের পদধারীদের নাম ঘোষণা করেন। এ সময় সিরাজউদ্দিন হাক্কানীর নাম ঘোষণা করা হয়।

সংগঠনটির বর্তমান প্রধান সিরাজউদ্দিন হাক্কানীর নাম এফবিআইর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় মঙ্গলবারও দেখা গেছে।

তাতে বলা হয়েছে, ২০০৮ সালে কাবুলে হোটেলে বোমা হামলা চালিয়ে ছয়জন আমেরিকানকে হত্যার অভিযোগে তাকে খোঁজা হচ্ছে।

একই বছর তৎকালীন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে সিরাজউদ্দিন হাক্কানীর বিরুদ্ধে।

হাক্কানীকে ধরিয়ে দিলে কিংবা তাকে গ্রেফতারে তথ্য দিলে ৫ মিলিয়ন ডলার (৫০ লাখ) পুরস্কার মিলবে বলে এফবিআইর ওয়েবসাইটে ঘোষণা দেওয়া আছে।

সোভিয়েতবিরোধী লড়াইয়ের ‘মুজাহিদ’ নেতা জালালুদ্দিন হাক্কানীর ছেলে হলেন সিরাজউদ্দিন হাক্কানি। তিনি এখন হাক্কানি নেটওয়ার্কের প্রধান, আবার তালেবানের উপপ্রধান।

আমেরিকা মনে করে এটি পাকিস্তানের ওয়াজিরিস্তানের উপজাতীয়দের একটি সশস্ত্র সংগঠন। ২০১২ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র হাক্কানী নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। হাক্কানী নেটওয়ার্ক তালেবানসহযোগী সংগঠন।



আপনার মূল্যবান মতামত দিন: