জাপান থেকে আসছে আরও ৬ লাখ ৩৪ হাজার টিকা

সময় ট্রিবিউন | ২২ আগষ্ট ২০২১, ২২:৩৫

ছবি : ইন্টারনেট

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার আরও ছয় লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ টিকা আগামী ২৮ আগস্ট ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে। এটি জাপানের প্রতিশ্রুত ৩০ লাখ ডোজ টিকার অংশ।

শনিবার (২১ আগস্ট) জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রদূত বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে অ্যাস্ট্রজেনেকা টিকার চতুর্থ চালান জাপান বাংলাদেশে পৌঁছে দিয়েছে। আমরা আরও ছয় লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ আগামী ২৮ আগস্ট সরবরাহ করার পরিকল্পনা করছি।

তিনি আরও বলেন, এটি বাংলাদেশকে জাপানের প্রতিশ্রুত ৩০ লাখ ডোজ টিকার অংশ। এই সহায়তা বাংলাদেশে করোনার বিস্তার রোধে সরকারের প্রচেষ্টায় অবদান রাখবে বলে আমরা আশা করছি।

চার দফায় বাংলাদেশে ২৪ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠিয়েছে জাপান। সব মিলিয়ে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা রয়েছে।

 


আপনার মূল্যবান মতামত দিন: