নিউজিল্যান্ডে লকডাউন ঘোষণা

সময় ট্রিবিউন | ১৭ আগষ্ট ২০২১, ২১:৩৭

ছবি: ইন্টারনেট

করোনার প্রকোপ বাড়ায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন মঙ্গলবার দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন।

দেশটির অন্যতম বড় শহর অকল্যান্ডে আবারও করোনা রোগী শনাক্ত হওয়ায় এবার নিউজিল্যান্ডজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। খবর রয়টার্সের।

অকল্যান্ডে সপ্তাহব্যাপী লকডাউন জারি করা হলেও সারা দেশে তিন দিনের জন্য এ লকডাউন ঘোষণা করা হয়েছে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন, অকল্যান্ডে শনাক্ত হওয়া করোনা রোগী ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত।

এ কারণে প্রাণঘাতী এ ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে নিউজিল্যান্ড।

করোনা রোগী শনাক্ত হওয়ায় এর আগে অকল্যান্ডে একাধিকবার লকডাউন দেওয়া হয়। এ পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছেন ২৬ জন এবং মোট আক্রান্তের সংখ্যা দুই হাজার ৯২৬ জন।


আপনার মূল্যবান মতামত দিন: