কাবুল বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত

সময় ট্রিবিউন | ১৬ আগষ্ট ২০২১, ২২:৫০

কাবুল বিমানবন্দর-ছবি সংগৃহীত

আফগানিস্তানের কাবুলে বিমানবন্দর কর্তৃপক্ষ সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে। তালেবান কাবুল দখলে নেওয়ার পর থেকে আতঙ্কে রয়েছেন শহরের মানুষ। এর মধ্যে বিমানে দেশছাড়ার সময় কাবুলের বিমানবন্দর এলাকায় বিশৃঙ্খলা দেখা দেয়। এ সময় নিহত হন পাঁচজন। তবে হুড়োহুড়ি না গুলিতে তারা নিহত হয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এরই মধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষের সিদ্ধান্ত এলো।

সোমবার কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের মিডিয়া অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, বিমানবন্দর থেকে সব ধরনের বেসামরিক ফ্লাইট স্থগিত করা হয়েছে।

এদিকে যেসব আফগান বিমানবন্দরে ভিড় করেছেন, তাদের ‘ঘরে ফিরে যাওয়ার’ আহ্বান জানিয়েছে তালেবান।

তালেবানের মুখপাত্র সোহাইল শাহীন টুইটারে বলেন, যোদ্ধাদের বলে দেওয়া হয়েছে অনুমতি ছাড়া কেউ যেন কারও ঘরে প্রবেশ না করে।



আপনার মূল্যবান মতামত দিন: