যুদ্ধের সমাপ্তি শেষে নিজেদের বিজয়ী ঘোষণা তালেবানের

সময় ট্রিবিউন | ১৬ আগষ্ট ২০২১, ১৭:১০

ছবি: ইন্টারনেট

নিজেদের জয়ী বলে যুদ্ধ সমাপ্তির ঘোষণা দিয়েছে তালেবান। তবে মার্কিন দূতাবাসের কর্মীদের সরাতে কাবুলের বিমান বন্দরের নিয়ন্ত্রণ এখনও যুক্তরাষ্ট্রের হাতে।

এরই মধ্যে কাবুল বিমানবন্দরে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করা হয়েছে। তবে অনুমতি আছে সামরিক বিমান চলাচলের। আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর সরকার গঠনের পরিকল্পনা করছে তালেবান।

দেশটির প্রেসিডেন্ট প্যালেসের নিয়ন্ত্রণ নেয়ার পর তালেবানকে সরকার হিসেবে স্বীকৃতি দেয়া ঠিক উচিৎ হবেনা বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিকে তালেবানের জয়ের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদত্যাগ চেয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আফগানিস্তানের পতন নিশ্চিতের পর দেশ ছেড়েছে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি।

উল্লেখ্য, নতুন অস্ত্র আর পশ্চিমাদের সাজানো আফগান বাহিনী একরকম কোনও প্রতিরোধ ছাড়াই নিয়ন্ত্রণ তুলে দিয়েছে তালেবানের হাতে। দুই দশক পর দৃশ্যপটে সংগঠনটি ফিরে এসেছে পূর্ণ শক্তি নিয়ে।

১৯৮৯ সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সেনাদের পিছু হটার পর শুরু হওয়া গৃহযুদ্ধের পরিপ্রেক্ষিতে উত্তর পাকিস্তানে তালেবান আন্দোলনের জন্ম। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তের দু'দিকের বিস্তীর্ণ পশতুন অধ্যুষিত অঞ্চলে দ্রুত প্রভাবশালী হয়ে উঠে তালেবান।

এরপর ১৯৯৫ সালে আফগান প্রদেশ হেরাত ও এক বছর পর দখল করে রাজধানী কাবুল। তৎকালীন প্রেসিডেন্ট বুরহানউদ্দীন রাব্বানির সরকারকে সরিয়ে নিজেদের সরকার প্রতিষ্ঠা করে। ক্ষমতায় থাকা সরকারের প্রতি অনাস্থার কারণে তালেবানের উত্থানকে তখন স্বাগত জানায় দেশটির সাধারণ মানুষ।

তবে টেলিভিশন, সংগীত, সিনেমা নিষিদ্ধ করাসহ দশ বছরের বেশি বয়সী মেয়েদের স্কুলে না যাওয়ার নিয়ম জারি করে তারা। ধীরে ধীরে তাদের বিরুদ্ধে উঠতে থাকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ।

এদিকে, ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আল কায়েদার হামলার পর সারা বিশ্বের মনোযোগের কেন্দ্রে আসে তালেবান।

হামলার প্রধান সন্দেহভাজন ওসামা বিন লাদেন এবং আল কায়েদাকে আশ্রয় দেয়ার অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে। লাদেনকে হস্তান্তরে অস্বীকৃতি জানানোর পরই অক্টোবরে আফগানিস্তানে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র।

বিধ্বংসী এক সামরিক অভিযানে তালেবানকে ক্ষমতাচ্যুত করার পর গত ২০ বছর ধরে আফগানিস্তানের সামরিক নিয়ন্ত্রণ ধরে রেখেছিল যুক্তরাষ্ট্র ও ন্যাটো।

তবে, গেল জুলাইয়ের প্রথম সপ্তাহে রাতের অন্ধকারে মার্কিন সৈন্যদের শেষ দলটি কাবুলের নিকটবর্তী বাগরাম বিমানঘাঁটি ছাড়ার মাত্র ৬ সপ্তাহের মধ্যেই কাবুলসহ দেশটির অধিকাংশ ভূখণ্ডের দখল নিতে থাকে তালেবান।


আপনার মূল্যবান মতামত দিন: