জার্মানিতে আট হাজার মানুষ টিকার বদলে পেল স্যালাইন!

সময় ট্রিবিউন | ১৩ আগষ্ট ২০২১, ২৩:৩৪

ফাইল ছবি

জার্মানির উত্তরাঞ্চলের ফ্রিসল্যান্ডের একটি টিকা কেন্দ্রে আট হাজারের বেশি মানুষকে টিকার বদলে স্যালাইন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নার্সের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করছে পুলিশ।

এছাড়া ওই ব্যক্তিদের আবার টিকা দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

গতকাল বৃহস্পতিবার বিবিসি'র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রিসল্যান্ডের রফহাউসেন টিকাদান কেন্দ্রে চলতি বছরের মার্চ ও এপ্রিলে প্রাথমিকভাবে ছয় জনকে করোনা টিকার পরিবর্তে স্যালাইন দেওয়া হয় বলে জানা যায়। তাদের কয়েকজনের বয়স ৭০ বছরের বেশি।

গত এপ্রিলে ওই নার্স স্বীকার করেন, তার হাত থেকে টিকার শিশি মেঝেতে পড়ে গিয়েছিল। তা গোপন করতে তিনি ছয় জনকে টিকার বদলে স্যালাইন দিয়েছিলেন।

পরে পুলিশের তদন্তে দেখা যায় আরও অনেককে ফাইজার/বায়োএনটেকের টিকার বদলে স্যালাইন দেওয়া হয়েছে।

ফ্রিসল্যান্ডের আঞ্চলিক সম্প্রচারমাধ্যম এনডিআর জানিয়েছে, সর্তকতা হিসেবে আট হাজার ৫৫৭ জনকে নতুন করে টিকা দিতে বলা হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত তিন হাজার ৬০০ জন টিকা নিতে আবেদন করেছেন।

ওই নার্সের এই কর্মকাণ্ডের পেছনে রাজনৈতিক মদদ থাকার বিষয়টিও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। যদিও ওই নার্সের আইনজীবী এই অভিযোগ নাকচ করে দিয়েছেন। এমনকি ঠিক কতজনকে টিকার বদলে স্যালাইন দেওয়া হয়েছে তা নিয়েও বিতর্ক রয়ে গেছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইবি ছাত্রলীগের সংহতি
    স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইবি ছাত্রলীগের সংহতি
  1. জাবির ডিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
    জাবির ডিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
  1. হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু
    হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু
  1. শেরপুরের বলাইরচরে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ
    শেরপুরের বলাইরচরে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ
  1. শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি
    শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি
  1. চট্টগ্রামে একদল তরুণদের উদ্যোগে আয়োজিত হলো “বই বিনিময় উৎসব”
    চট্টগ্রামে একদল তরুণদের উদ্যোগে আয়োজিত হলো “বই বিনিময় উৎসব”
  1. গাজা পুনর্গঠনে সময় লাগবে ৮০ বছর : জাতিসংঘ
    গাজা পুনর্গঠনে সময় লাগবে ৮০ বছর : জাতিসংঘ
  1. নিরাপদ ও পরিচ্ছন্ন উপজেলা উপহার দিতে আবারো নির্বাচনে আবু আসিফ
    নিরাপদ ও পরিচ্ছন্ন উপজেলা উপহার দিতে আবারো নির্বাচনে আবু আসিফ
  1. শেরপুরে শিক্ষা বৃত্তি প্রদান ও দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
    শেরপুরে শিক্ষা বৃত্তি প্রদান ও দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
  1. নিরাপদ ও স্বচ্ছ নির্বাচনের বৈশ্বিক পরিকল্পনা
    নিরাপদ ও স্বচ্ছ নির্বাচনের বৈশ্বিক পরিকল্পনা