আমরা বাংলাদেশকে মোট ৩০ লাখ ডোজ টিকা দেব: জাপান রাষ্ট্রদূত

সময় ট্রিবিউন | ৪ আগষ্ট ২০২১, ০৩:২৮

ছবিঃ সংগৃহীত

দেশে এলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরও  লাখ ১০ হাজার ডোজ করোনা টিকা। মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এ নিয়ে তিন দফায় জাপান থেকে দেশে এলো অ্যাস্ট্রাজেনেকার টিকা। যার সংখ্যা দাঁড়াল ১৬ লাখ ডোজ। টিকাগুলো রাজধানীর মহাখালীর ইপিআই সেন্টারে পাঠানো হয়েছে।

কিন্তু অ্যাস্ট্রাজেনেকার দুটি ডোজ যারা নিতে পারেননি, তারা পড়েন বিপাকে। কারণ তাদের অন্য টিকাও দেওয়া যাচ্ছিল না।

রোবাবর পর্যন্ত এই টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার অপেক্ষায় ছিলেন ১৫ লাখ ২১ হাজার ৯৪৭ জন। জাপান থেকে আসা টিকায় ভর করে সোমবার থেকে অপেক্ষমানদের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করে সরকার।

জাপান রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, “যারা এই অ্যাস্ট্রাজেনেকার টিকার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন, সেই পনেরো লাখ বন্ধুর হাসিমুখ কল্পনা করে আমরা খুব আনন্দিত।”

তিনি বলেন, “আমরা আশা করি, যত তাড়াতাড়ি সম্ভব যত বেশি বন্ধুরা যেন টিকা নিতে পারেন। এই করোনার দুর্যোগে আমরা আপনাদের সঙ্গে একতাবদ্ধ হয়ে লড়ছি। আমরা সবসময় বন্ধু হিসাবে বাংলাদেশের পাশে আছি।”

রাষ্ট্রদূত বলেন, প্রতিশ্রুত ৩০ লাখ টিকার বাকি চালান চলতি অগাস্ট মাসের মধ্যেই বাংলাদেশে পৌঁছাতে চায় তার দেশ।

”আমরা বাংলাদেশকে মোট ৩০ লাখ ডোজ টিকা দেব। আমরা মন দিয়ে চেষ্টা করছি, যাতে বাকিগুলো এ মাসের মধ্যে পৌঁছাতে পারি।”

 


আপনার মূল্যবান মতামত দিন: