-2021-07-14-13-21-13.jpg)
করোনার ডেলটা ধরন ছড়িয়ে পড়ার পর সংক্রমণের ভয়াবহতা সামলাতে হিমশিম খাচ্ছে রাশিয়া। এর মধ্যেই ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু দেখল দেশটি। গত এক দিনে রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৮০ জন।
একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৭০২ জন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রকাশিত তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
রাশিয়ায় প্রথম করোনা শনাক্তের পর থেকে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৪৪ হাজার ৪৯২ জন। ইউরোপের দেশগুলোর মধ্যে এটিই করোনায় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। তবে রাশিয়ায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও বেশি বলে অভিযোগ রয়েছে। দেশটিতে গত মে মাসের শেষ পর্যন্ত করোনায় কমপক্ষে ২ লাখ ৯০ হাজার জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে জরিপকারী সংস্থা রসতাত।
আপনার মূল্যবান মতামত দিন: