চিলির প্রেসিডেন্ট প্রার্থী ফিলিস্তিনি বংশোদ্ভূত!

সময় ট্রিবিউন | ১৩ জুলাই ২০২১, ২২:৫৮

ছবি: ইন্টারনেট

ড্যানিয়েল জাদু নামে চিলির কমিউনিস্ট পার্টির নেতা প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের একজন ফিলিস্তিনি বংশোদ্ভূত। 

মার্কিন নীতির ঘোর বিরোধী এ নেতা দীর্ঘদিন ধরে জায়োনিস্টদের কঠোর সমারোচক হিসেবেও বেশ পরিচিত।

ড্যানিয়েল বলেন, আমি আগে ফিলিস্তিন থেকে পরিবারের সদস্যদের পাঠানো আরবি ভাষায় লেখা চিঠি চিঠি পেতাম।

চিলির সংস্কৃতির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য তার দাদা ও মা-বাবা অবশ্য ছোটবেলা থেকেই তাদের স্প্যানিশ ভাষা শিখিয়েছেন।

ড্যানিয়েল আরও বলেন, আমি সব সময় পুঁজিবাদী, সাম্রাজ্যবাদী ও দখলদারদের বিরুদ্ধে। আমি সাম্যবাদে বিশ্বাসী।

তিনি ফিলিস্তিনের বেথেলহেমে জন্মগ্রহণ করলেও তার দাদা ১৯২০ সাল থেকেই চিলির অভিবাসী।

১৯৬৭ সালের ২৮ জুন ফিলিস্তিনিদের চরম দুর্দিনে, যখন ইসরাইল জেরুজালেম ও পশ্চিমতীর দখল শুরু করে তখন ড্যানিয়েল জন্মগ্রহণ করেন।

সব ফিলিস্তিনিদের মতোই তাদের জীবনে সবচেয়ে কলো অধ্যায় ছিলো এটি।

এর পর তার পরিবার চিলি চলে আসলেও চাচাতো ভাইওেবানদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হয়, ইসরাইলি বর্বরতার বর্ণনা দিয়ে তারা তাকে চিঠি লেখেন।

তার মা মাগালি জাদু চিলির প্যাটরোনাতো এলাকায় একটি দর্জির দোকান চালান। এখানে তাদের মতো আরও অনেক ফিলিস্তিনি অভিবাসী পরিবারের বসবাস।

পড়াশোনার পাশাপাশি ছাত্রজীবন থেকেই তিনি চিলির মূলধারার রাজনীতির সঙ্গে যুক্ত।

লেবাননে ইসরাইলের দখলদারিত্বের প্রতিবাদে মাত্র ১১ বছর বয়সে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিলেন তিনি।তখন থেকেই ঘোর মার্কিন ও জায়োনিস্টবিরোধী ড্যানিয়েল।


আপনার মূল্যবান মতামত দিন: