ইরাকের করোনা হাসপাতালের অগ্নিকাণ্ডে ৫০ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ১৩ জুলাই ২০২১, ১৮:৫৩

ইরাকের দক্ষিণাঞ্চলে নাসিরিয়া শহরে এক হাসপাতালের করোনা ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ৫০ জনের বেশি নিহত হয়েছেন। ছবি: বিবিসির ভিডিও থেকে নেওয়া

ইরাকের দক্ষিণাঞ্চলে নাসিরিয়া শহরে আল-হুসাইন হাসপাতালের করোনা ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ৫০ জনের বেশি নিহত হয়েছেন। আগুন লাগার সময় সেই ওয়ার্ডে অন্তত ৬৩ জন ভর্তি ছিলেন।

মঙ্গলবার বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার হাসপাতালে আগুন লাগলে তা মধ্যরাতের দিকে নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনো জানা না গেলেও ধারণা করা হচ্ছে, একটি অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

এসময় হাসপাতালের বাইরে রোগীদের আত্মীয়-স্বজনদের বিক্ষোভ করতে দেখা গেছে।

এদিকে এঘটনার পর ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদেমি হাসপাতালের প্রধানকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন বলে বিবিসি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলাকালে পুলিশের দুটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।


আপনার মূল্যবান মতামত দিন: