যুক্তরাষ্ট্রের পর ভারতের অবস্থান

একদিনেই এক লাখের বেশি করোনা শনাক্ত

সময় ট্রিবিউন | ৫ এপ্রিল ২০২১, ১৮:৩৩

ফাইল ছবি

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভারতে এক দিনে এক লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। গতকাল রোববার, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। আর যুক্তরাষ্ট্রের পর এই প্রথম কোনো দেশে এক লাখের বেশি রোগী এক দিনে শনাক্ত হলো।

ভারতে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা এখন ১ কোটি ২৪ লাখ ৮৫ হাজার, যা বিশ্বে তৃতীয় সর্বোচ্চ। ভারতে এ পর্যন্ত মারা গেছে ১ লাখ ৬৪ হাজার রোগী।

সরকারি তথ্যের বরাত দিয়ে ভারতের গণমাধ্যম জানায়, আগের দিন মোট ১ লাখ ৩ হাজার ৮৪৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই শনাক্ত হয়েছে ৫৭ হাজার ৭৪ জন।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতে এর আগে দিনে সর্বাধিক ৯৮ হাজার ৭৯৫ রোগী শনাক্ত হয়েছিল গত বছরের ১৭ সেপ্টেম্বরে।

কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভারতে গত ফেব্রুয়ারিতেও যখন দৈনিক গড়ে ১১ হাজারের মতো রোগী শনাক্ত হচ্ছিল, এপ্রিলের শুরুতে এসে সেই সংখ্যা কয়েক গুণ বেড়ে ৭৮ হাজার ছাড়িয়েছে।

গত ২৯ মার্চের পর এক সপ্তাহে ভারতে নতুন রোগী বেড়েছে প্রায় সাড়ে পাঁচ লাখ। আর রোগীর সংখ্যা বৃদ্ধি এক সপ্তাহের ব্যবধানে দেড় লাখ বেড়েছে।

সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। গত এক সপ্তাহে ২ হাজার ৯৭৪ জনের, যা আগের সপ্তাহের চেয়ে ১ হাজার ৯৯ জন বেশি। চার দিন ধরেই দৈনিক ৪০০–এর বেশি মৃত্যু ঘটছে।


আপনার মূল্যবান মতামত দিন: