পাকিস্তানের পার্লামেন্টে উত্তেজনা; বই ছোড়াছুড়ি ও হাতাহাতি

আন্তর্জাতিক ডেস্ক | ১৭ জুন ২০২১, ০৮:২৭

ছবিঃ ইন্টারনেট

গত মঙ্গলবার যুদ্ধক্ষেত্রে পরিণত হয় পাকিস্তানের জাতীয় সংসদ। দেশটির ২০২১-২২ অর্থবছরের বাজেট অধিবেশন চলার সময় এ ঘটনাটি ঘটে। সে সময় বাজেট অধিবেশনে বক্তব্য দিচ্ছিলেন বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগের নেতা শেহবাজ শরিফ। তখন হঠাৎ সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকেই হাতে থাকা বাজেট বই ছুড়ে মারেন অন্যের দিকে।

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য স্পিকার আসাদ কায়সার তিনবার সংসদ মুলতবি করেন। কিন্তু তাতেও কাজ হয় নি। হট্টগোলের নেতৃত্বে ছিলেন জ্যেষ্ঠ কয়েকজন মন্ত্রী। তাঁরা স্পিকারের কথা না শুনে স্লোগান দিতে থাকেন এবং বই ছুড়তে থাকেন। এতে ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নারী আইনপ্রণেতা মালেকা বোখারি চোখে আঘাত পান।

পাকিস্তানের গণমাধ্যম ডন জানায়, প্রথমে সরকারদলীয় সংসদ সদস্য আলী নাওয়াজ খান উত্তেজিত হয়ে বিরোধী দলের দিকে বাজেট বই ছুড়ে মারেন। পরে বিরোধীরাও তাঁর দিকে পাল্টা বাজেট বই ছোড়েন। এভাবেই হট্টগোল ছড়িয়ে পড়ে। পরে নিরাপত্তারক্ষীরা ঢুকে দুই পক্ষকেই থামানোর চেষ্টা করেন। কিন্তু নিরাপত্তারক্ষীদের ঠেলে পরস্পরের মধ্যে বাজেট বইসহ বিভিন্ন বস্তু ছোড়াছুড়ি ও হাতাহাতি চলতে থাকে।


আপনার মূল্যবান মতামত দিন: