সোমালিয়ায় আল শাবাবের বোমা হামলায় নিহত ১৫

সময় ট্রিবিউন | ১৬ জুন ২০২১, ১৯:০৭

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে মঙ্গলবার সেনাবাহিনীর একটি শিবিরের সামনে নতুন নিয়োগকৃতদের লাইন লক্ষ্য করে হামলা চালায় জঙ্গি গোষ্ঠী আল শাবাব। এতে ১৫ জন মারা গেছেন- ছবি: রয়টার্স

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে জঙ্গি গোষ্ঠী আল শাবাবের বোমা হামলায় ১৫ জন মারা গেছেন। আল শাবাব এই আত্মঘাতী বোমা হামলার ঘটনা স্বীকার করেছে।

মঙ্গলবার সেনাবাহিনীর একটি শিবিরের সামনে নতুন নিয়োগকৃতদের লাইন লক্ষ্য করে হামলাটি চালানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক জানিয়েছেন তিনি নগরীর মদিনা হাসপাতালে নিহতদের লাশও গুনেছেন।

রয়টার্স জানিয়েছে, ওই লাশগুলো মোগাদিশুর জেনারেল দেগাবান সামরিক প্রশিক্ষণ শিবিরের বাইরে একটি চেকপয়েন্টে চালানো হামলায় যারা নিহত হয়েছেন, তাদের বলে নিশ্চিত করেছেন হাসপাতালটিতে থাকা কর্মকর্তারা।

আল শাবাবের রেডিও আল আনদালুসে বলা হয়েছে, জঙ্গি গোষ্ঠীটির যোদ্ধারা হামলাটি চালিয়েছে।

সোমালিয়ার পশ্চিমা সমর্থিত সরকারকে উচ্ছেদ করে আল শাবাব দেশটিতে তাদের নিজস্ব ধরনের কঠোর ইসলামি শরিয়াভিত্তিক শাসন চালু করতে চায়। গোষ্ঠীটি প্রায়ই এ ধরনের প্রাণঘাতী হামলা চালায়।



আপনার মূল্যবান মতামত দিন: