ভ্যাক্সিনের দুই ডোজ নিয়েও করোনায় আক্রান্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট

সময় ট্রিবিউন | ৪ এপ্রিল ২০২১, ০০:৪৪

ছবিঃ টুইটার

আজ শনিবার এক টুইটার বার্তায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ জানিয়েছেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তার হালকা জ্বর থাকলেও তিনি ভালো অনুভবন করছেন বলে জানিয়েছেন। খবর রয়টার্স।

গতকাল শুক্রবার ৬২ বছর বয়সে পা রেখেছেন প্রেসিডেন্ট আলবার্তো। তিনি চলতি বছরের শুরুতেই রাশিয়ার তৈরি স্পুটনিক ভি ভ্যাকসিন গ্রহষ করেন। কিন্তু তারপরেও তিনি করোনায় আক্রান্ত হলেন।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ শুক্রবার রাতে বলেছেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ রোগের সংক্রমণ থেকে রেহাই পেতে দুই ডোজ টিকা গ্রহণের পরও তিনি এ ভাইরাসে আক্রান্ত হলেন। খবর এএফপি’র।

চার কোটি ৪০ লাখ জনসংখ্যা অধ্যূষিত দক্ষিণ আমেরিকার এ দেশে করোনাভাইরাসে এ পর্যন্ত ২৩ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং ৫৫ হাজারের বেশি প্রাণ হারিয়েছে। সূত্র : এএফপি, রয়টার্স।


আপনার মূল্যবান মতামত দিন: