আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো ভারত-পাকিস্তানও

আন্তর্জাতিক ডেস্ক | ১১ জানুয়ারী ২০২৪, ১৮:০৪

ফাইল ছবি

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে ৬ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের প্রভাব পড়ে পাকিস্তানসহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের বরাত দিয়ে এসব তথ্য জানায় ভারতের টাইমস অব ইন্ডিয়া। তাদের প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে এবং এর গভীরতা ছিল ২০১ কিলোমিটার। স্থানীয় আরেক সংবাদ মাধ্যম জানিয়েছে, ভূকম্পনটি জম্মু ও কাশ্মীরের পুঞ্চেও অনুভূত হয়েছে। পির পঞ্চাল অঞ্চলের দক্ষিণ অংশও কেঁপেছে।

পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, লাহোরে কম্পন অনুভূত হয়েছে। কম্পনের কেন্দ্র ছিল কাবুল থেকে ২৪১ কিলোমিটার উত্তর-পূর্বে।


আপনার মূল্যবান মতামত দিন: