ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে কলকাতা পুলিশ। ঝড়ের আগে থেকেই শহরের সমস্ত ফ্লাইওভারে যান চলাচল নিষিদ্ধ করছে কলকাতা পুলিশ। একই সঙ্গে ‘যশ’-এর মোকাবিলায় কলকাতায় বন অধিদপ্তরের সহযোগিতা চেয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগে কলকাতায় ঘূর্ণিঝড়ের সময় গাছের ডাল পড়ে ভেঙে তুবড়ে গিয়েছে গাড়ি। তাই এই বছর ‘ইয়াস’-এর আগেই সতর্ক লালবাজার।
আজ মঙ্গলবার লালবাজারের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ট্রাফিক গার্ডগুলিকে সতর্ক করে বলা হয়েছে, গাছ, বিলবোর্ড, বিপজ্জনক বাড়ি বা পাঁচিল ও এমন কিছু, যা পড়ে গাড়ির ক্ষতি হতে পারে, তার তলায় যেন গাড়ি পার্ক না করা হয়। গাড়িগুলিকে সরানোর জন্য চলবে ট্রাফিক পুলিশের অভিযান। এদিকে ঘূর্ণিঝড় ইয়াস ঠেকাতে কলকাতা জুড়ে প্রস্তুত আছে বন অধিদপ্তরের ১৬টি টিম।
সুপার সাইক্লোন মোকাবিলা করতে কলকাতার সব সরকারি হাসপাতালে তৈরি থাকবেন চিকিৎসকরাও। করোনা রোগীদের জন্য আগামী সাতদিন ২৪ ঘণ্টা চালু থাকবে অক্সিজেন কন্ট্রোল রুম। শহরের সব সরকারি হাসপাতাল মিলিয়ে প্রায় ৪০০চিকিৎসক, নার্স তৈরি থাকবেন। একই ব্যবস্থা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের উপকূল এলাকার সাব ডিভিশন থেকে গ্রামীন হাসপাতালেও। রাখা হচ্ছে জেনারেটর। অন্তঃসত্ত্বাদের নিরাপদ এবং উঁচু জায়গায় পাঠানো হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: