আফগানিস্তানে ‘মধ্যপন্থী মুসলিম নীতি’ চায় চীন

সময় ট্রিবিউন | ২৪ মে ২০২১, ০৩:২৮

ছবি: ইন্টারনেট

চীন আশা প্রকাশ করেছে, আফগানিস্তানের ভবিষ্যৎ নেতৃত্ব প্রতিবেশী দেশগুলির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এবং সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করার জন্য একটি ‘মধ্যপন্থী মুসলিম নীতি’ এবং শান্তির পররাষ্ট্র নীতি অনুসরণ করবে।

চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তার আফগান পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হানিফ আত্তারের সাথে টেলিফোন আলাপে এই মতামত ব্যক্ত করেছেন।সোমবার এক সরকারি বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

আফগানিস্তানে শান্তি ও পুনর্মিলন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চীন গঠনমূলক ভূমিকা পালন করে যাবে বলে তিনি পুনরায় উল্লেখ করেন।

ওয়াং ই বলেন, চীন-আফগানিস্তান কৌশলগত সমবায় অংশীদারিত্ব উন্নয়নের গতি বজায় রেখেছে, বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা নিরন্তর অগ্রগতি করেছে এবং কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে যৌথ লড়াইয়ে দুই দেশের মধ্যে ঐতিহ্যবাহী বন্ধুত্বও বৃদ্ধি পেয়েছে।

"চীন তার মূল স্বার্থ রক্ষার জন্য চীনের প্রতি আফগানিস্তানের দৃঢ় সমর্থনের প্রশংসা করে এবং আফগানিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মর্যাদার পক্ষে সর্বদা কথা বলবে।

তিনি বলেন, বেল্ট অ্যান্ড রোড সহযোগিতাকে আরও গভীর করার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক সহযোগিতাকে আরও গভীর করার সুযোগ হিসেবে চীন দুই দেশের মধ্যে 'বন্ধুত্ব, সহযোগিতা ও সুপ্রতিবেশী সম্পর্ক চুক্তি' স্বাক্ষরের ১৫ বছর পূর্তি উপলক্ষে আফগানিস্তানের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।

ওয়াং ই বলেন, চীন দেশটির শান্তি ও পুনর্মিলন প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা পালনে আফগান সরকারকে সমর্থন অব্যাহত রাখবে এবং আফগানিস্তানের পরিস্থিতির সুষ্ঠু রূপান্তরের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবকে সমর্থন ও বাস্তবায়নের জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে বিশেষ করে সন্ত্রাসী বাহিনীর পুনরুত্থান এড়ানো যায়।

আফগান পররাষ্ট্রমন্ত্রী আত্তার বলেছেন, আফগানিস্তান চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দ্বিপাক্ষিক বাস্তববাদী ও সন্ত্রাসবিরোধী সহযোগিতা আরও গভীর করার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে চীনের সঙ্গে কৌশলগত আলোচনা ও যোগাযোগ পরিচালনার আশা করছেন তিনি।

মহামারির বিরুদ্ধে দেশটির লড়াইয়ের প্রতি দৃঢ় সমর্থনের পাশাপাশি আফগানিস্তানকে মানবিক ও উন্নয়ন সহায়তার জন্য তিনি চীনকে ধন্যবাদ জানান এবং আফগানিস্তানে শান্তি ও পুনর্মিলন প্রক্রিয়াকে সমর্থন করার ক্ষেত্রে চীনের নিরন্তর ইতিবাচক ভূমিকার অত্যন্ত প্রশংসা করেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. উপজেলা নির্বাচন : মাঠে থাকবে ৪১৮ প্লাটুন বিজিবি
    উপজেলা নির্বাচন : মাঠে থাকবে ৪১৮ প্লাটুন বিজিবি
  1. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইবি ছাত্রলীগের সংহতি
    স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইবি ছাত্রলীগের সংহতি
  1. জাবির ডিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
    জাবির ডিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
  1. হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু
    হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু
  1. শেরপুরের বলাইরচরে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ
    শেরপুরের বলাইরচরে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ
  1. শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি
    শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি
  1. চট্টগ্রামে একদল তরুণদের উদ্যোগে আয়োজিত হলো “বই বিনিময় উৎসব”
    চট্টগ্রামে একদল তরুণদের উদ্যোগে আয়োজিত হলো “বই বিনিময় উৎসব”
  1. গাজা পুনর্গঠনে সময় লাগবে ৮০ বছর : জাতিসংঘ
    গাজা পুনর্গঠনে সময় লাগবে ৮০ বছর : জাতিসংঘ
  1. নিরাপদ ও পরিচ্ছন্ন উপজেলা উপহার দিতে আবারো নির্বাচনে আবু আসিফ
    নিরাপদ ও পরিচ্ছন্ন উপজেলা উপহার দিতে আবারো নির্বাচনে আবু আসিফ
  1. শেরপুরে শিক্ষা বৃত্তি প্রদান ও দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
    শেরপুরে শিক্ষা বৃত্তি প্রদান ও দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত