সিরিয়ার বিমান বন্দরে ইসরায়েলের হামলায় ২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | ২২ অক্টোবর ২০২৩, ১৭:০১

ইসরায়েলের বিমান হামলার পর সরেজমিনে পর্যবেক্ষণ করছে সিরিয়ার প্রধানমন্ত্রী হুসাইন আরনাস : ছবি এএফপি

সিরিয়ার আলেপ্পো ও দামেস্ক বিমান বন্দরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম হামলার বিষয়টি নিশ্চিত করেছে

সিরিয়ার আবহাওয়া অধিদপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘রোববার ভোরে সিরিয়ার দামেস্ক বিমানবন্দর লক্ষ্য করে ইসরায়েলি বোমাবর্ষণের ফলে অন্তত দুই শ্রমিক নিহত হয়েছে।’

যে দুই কর্মী নিহত হয়েছেন তারা আবহাওয়া বিভাগের এবং বিমানবন্দরে ছিল বলে সংস্থাটি জানিয়েছে। সিরিয়া সরকারের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সিরিয়ার দামেস্ক এবং আলেপ্পো বিমানবন্দরগুলো কেবল বেসামরিক বিমান চলাচলই পরিচালনা করে না বরং সামরিক ঘাঁটিও পরিচালনা করে। এগুলো হিজবুল্লাহকে পাঠানো ইরানি অস্ত্রের ট্রানজিট পয়েন্ট বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। হিজবুল্লাহ সিরিয়া এবং লেবানন উভয় অঞ্চলেই শক্তিশালী।

রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উভয় বিমানবন্দরেই রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এখানকার সমস্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছে। দুটি বিমানবন্দর থেকেও গত সপ্তাহে ইসরায়েলে হামলা চালানো হয়েছিল।


আপনার মূল্যবান মতামত দিন: