গাজায় হামলা বাড়িয়েছে ইসরায়েল, এক রাতে নিহত ৫৫

আন্তর্জাতিক ডেস্ক | ২২ অক্টোবর ২০২৩, ১৩:৫০

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় রাতভর ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছেন। গাজার শাসক হামাস আজ রোববার এ তথ্য জানিয়েছে। শনিবার ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় হামলা জোরদার করার ঘোষণা দেয়। এ ঘোষণার ধারাবাহিকতায় গাজায় হামলা বাড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

গাজায় রাতভর ইসরায়েলি হামলার বিষয়ে আজ হামাস সরকারের প্রেস দপ্তর একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকায় রাতভর ইসরায়েলি বোমা হামলায় ৫৫ জনের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র গতকাল রাতে গাজায় হামলা বাড়ানো হবে বলে ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে গাজায় হামলা জোরদার করে ইসরায়েল। এই হামলায় গাজায় ৩০টির বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল।

স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি হামলায় গাজায় ৪ হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে, ইসরায়েলে হামাসের হামলায় নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জনের বেশি।



আপনার মূল্যবান মতামত দিন: