হামাসের হামলায় ৭০০ ইসরাইলি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | ৯ অক্টোবর ২০২৩, ০১:০৫

ছবিঃ সংগৃহীত

হামাসের হামলায় ইসরাইলে এ পর্যন্ত ৭০০ জন নিহত হয়েছে। ইসরাইলি মিডিয়ার সর্বশেষ প্রতিবেদন এ তথ্য পাওয়া গেছে। এছাড়া ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় আরও প্রায় আড়াই হাজার ইসরাইলি নাগরিক আহত হয়েছেন। এছাড়া অপহরণ করা হয়েছে আরও অন্তত ১০০ ইসরাইলিকে।

ওদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন বলেছেন, ইসরাইলে কয়েকজন আমেরিকান নিহত হবার খবর তারা পেয়েছেন এবং এসব খবরের সত্যতা যাচাই করার কাজ চলছে। এছাড়া গাজা সীমান্তের কাছে কর্মরত ছিলেন এমন একজন ব্রিটিশ নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন।

শনিবার ইসরাইলে হঠাত বড় ধরনের আক্রমণ শুরু করে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এর পর রোববার গাজা উপত্যকায় পালটা বিমান হামলা চালিয়েছে ইসরাইল, যা চলমান রয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে আক্রমণ করে যাচ্ছে।

এদিকে হামাস ইরানের সমর্থনপুষ্ট বলে অভিযোগ করেছে ইসরাইল। দেশটি তাদের অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে থাকে বলে দাবি করেছে তারা।

রোববার সকালের দিকে হামাসের বিরুদ্ধে প্রতিশোধমূলক আক্রমণ শুরু করার আগে ফিলিস্তিনের গাজা উপত্যকার বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের ঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য সতর্ক করে দিয়েছিল ইসরাইলের সেনাবাহিনী।

ইসরাইলের পক্ষ থেকে হামলার সতর্কতা আসার পর গাজার নাগরিকদের অনেকে এরই মধ্যে তাদের ঘর ছেড়ে জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে গিয়ে আশ্রয় নিয়েছে বলে বিবিসিকে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

প্রতিশোধের হুমকি দিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সবশেষ ভিডিও বার্তায় বলেছেন যে তাদের ‘শত্রুকে এর চূড়ান্ত মূল্য দিতে হবে, যা তাদের আগে কখনও দিতে হয়নি।’

এই হামলাকে ‘অপারেশন আল-আকসা স্টর্ম’ হিসেবে বিবৃত করেছেন হামাসের শীর্ষ কমান্ডার মোহাম্মেদ দেইফ।

তিনি বলেছেন, আমরা শত্রুদের এর আগেই সতর্ক করেছি। তারা শত শত বেসামরিক নাগরিকদের হত্যা করেছে। তাদের অপরাধের জন্য শত শত মানুষ শহীদ হয়েছে।

হামাস এক বিবৃতিতে বলেছে, কোনো জবাবদিহি ছাড়া ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের লাগামহীন অপরাধযজ্ঞের অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছি, তাদের সময় শেষ।


আপনার মূল্যবান মতামত দিন: