ওডিশায় রেল দুর্ঘটনা : নিহত বেড়ে ২৩০, আহত ৯০০

আন্তর্জাতিক ডেস্ক | ৩ জুন ২০২৩, ১৬:০৭

ছবি- সংগৃহীত

ভারতের ওডিশা রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন ৯০০ জনের বেশি। ভেতরে আটকা পড়ে রয়েছেন অনেকেই। তাই নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাজ্যে আজ শনিবার এক দিনের শোক ঘোষণা করেছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ওডিশার বালাসোর জেলার বাহাঙ্গাবাজার এলাকায় ভারতের স্বাধীনতাউত্তর ইতিহাসে অন্যতম ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কলকাতাগামী বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি ওডিশার বাহাঙ্গাবাজার এলাকায় লাইনচ্যুত হয়ে পড়েছিল। চেন্নাইগামী শালিমার–চেন্নাই সেন্ট্রাল করমন্ডল এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা পেরিয়ে যাওয়ার সময় লাইনচ্যুত ট্রেনের বগি এবং অন্য একটি মালগাড়ির বগির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর উদ্ধারকাজে নেমেছেন ভারতের ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্সের (এনডিআরএফ) সদস্যরা। রয়েছে ওডিশা ডিজাস্টার র‍্যাপিড অ্যাকশন ফোর্সও (ওডিআরএএফ)।


আপনার মূল্যবান মতামত দিন: