সড়কের গর্ত মেরামত করছেন হলিউড অভিনেতা শোয়ার্জনেগার

সময় ট্রিবিউন ডেস্ক | ১২ এপ্রিল ২০২৩, ২২:৪৩

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন সড়কে অসংখ্য গর্ত। অনেক দিন ধরেই মেরামত করা হচ্ছিল না। নিজের এলাকার সড়কেও এমন পরিস্থিতিতে বিরক্ত হয়ে শেষ পর্যন্ত সড়ক মেরামতে শাবল, বেলচা নিয়ে নিজেই নেমে পড়েছেন ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর ও হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার।

গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল) টুইটে এই অভিনেতা একটি ভিডিও শেয়ার করেন। এতে দেখা যায়, লস অ্যাঞ্জেলেসের ব্রেন্টউড এলাকায় একজন সহকারীকে নিয়ে কংক্রিট দিয়ে সড়ক মেরামত করছেন শোয়ার্জনেগার।

টুইট বার্তায় ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর লিখেছেন, এলাকার সড়কে এই বিরাট গর্তের কারণে কয়েক সপ্তাহ ধরে এই পথে চলাচলকারী মানুষকে গাড়ি ও সাইকেল চালাতে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছিল। আজ সেখানে আমি দলবল নিয়ে গিয়েছি এবং গর্ত ভরাট করে সড়কটি মেরামত করেছি।

টুইট বার্তায় তিনি আরও বলেন, আমি সব সময় বলি, অভিযোগ করবেন না, আসুন নিজেরাই কিছু করার চেষ্টা করি। সেটাই আমরা করছি।

কাজ চলার সময় ওই এলাকা দিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন এক ব্যক্তি। তিনি গাড়ির জানালা দিয়ে মুখ বের করে কাজের জন্য এই অ্যাকশন তারকাকে ধন্যবাদ জানান। জবাবে টার্মিনেটর অভিনেতা লোকটিকে বলেন, আপনাকে স্বাগতম। আপনার নিজেকেই কাজটি করতে হবে। তিন সপ্তাহ ধরে আমি সড়কের এই গর্ত মেরামতের অপেক্ষা করছিলাম।

শোয়ার্জনেগারের মুখপাত্র ডেনিয়েল কেচেল বলেন, শীতকালীন ঝড়ের পর থেকে ব্রেন্টউডের বাসিন্দারা সড়কের গর্ত ও ভাঙাচোরা অংশ মেরামতের জন্য বারবার অনুরোধ করে আসছিলেন।

মেয়র কারেন বাস গত সপ্তাহে বলেছেন, শহরের বিভিন্ন এলাকায় অসংখ্য সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ৩০ ডিসেম্বর থেকে সড়ক মেরামতের ১৯ হাজার ৬৯২টি অনুরোধ তারা পেয়েছেন। ৬ এপ্রিল পর্যন্ত নগর কর্তৃপক্ষ ১৭ হাজার ৫৪৯টি গর্ত পূরণ করেছে।

শোয়ার্জনেগারের ভরাট করা গর্ত কবে নাগাদ ভালোভাবে মেরামত করা হতে পারে, বিষয়টি নিয়ে গণপূর্ত বিভাগের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো উত্তর পাওয়া যায়নি।

এসটি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:


  1. উপজেলা নির্বাচন : শেরপুরের শ্রীবরদীতে জুয়েল, ঝিনাইগাতিতে বাদশা বিজয়ী
    উপজেলা নির্বাচন : শেরপুরের শ্রীবরদীতে জুয়েল, ঝিনাইগাতিতে বাদশা বিজয়ী
  1. ধান কাটার মৌসুম চলায় ভোটার উপস্থিতি কম : সিইসি
    ধান কাটার মৌসুম চলায় ভোটার উপস্থিতি কম : সিইসি
  1. উপজেলা নির্বাচন : ১৩৯ উপজেলায় চলছে ভোট
    উপজেলা নির্বাচন : ১৩৯ উপজেলায় চলছে ভোট
  1. পরকীয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা
    পরকীয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা
  1. নির্বাচনে এমপি মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে ব্যবস্থা : সিইসি
    নির্বাচনে এমপি মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে ব্যবস্থা : সিইসি
  1. উপজেলা নির্বাচন : মাঠে থাকবে ৪১৮ প্লাটুন বিজিবি
    উপজেলা নির্বাচন : মাঠে থাকবে ৪১৮ প্লাটুন বিজিবি
  1. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইবি ছাত্রলীগের সংহতি
    স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইবি ছাত্রলীগের সংহতি
  1. জাবির ডিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
    জাবির ডিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
  1. হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু
    হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু
  1. শেরপুরের বলাইরচরে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ
    শেরপুরের বলাইরচরে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ