মেক্সিকোতে অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ড, নিহত ৩৭

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৯ মার্চ ২০২৩, ০৬:০৮

সংগৃহীত ছবি

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর সিউদাদ জুয়ারেজের যুক্তরাষ্ট্র সীমান্ত লাগোয়া একটি অভিবাসন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৭ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় সরকারি একাধিক সূত্র।

মঙ্গলবার (২৮ মার্চ) দেশটির চিহুয়াহুয়া রাজ্য কর্তৃপক্ষের এক বিবৃতিতে ওই অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে হতাহতের এ ঘটনার কথা জানানো হয়েছে।

কর্তৃপক্ষ বলেছে, মেক্সিকোর জাতীয় অভিবাসন ইনস্টিটিউটের (আইএনএম) অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শহরের রাস্তা থেকে ৭১ জন অভিবাসীকে তুলে নিয়ে যাওয়ার পর আইএনএমের অফিসে এ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের কারণ ও নিহতরা কোন দেশের নাগরিক তা এখনও পর্যন্ত প্রকাশ করেনি কর্তৃপক্ষ।


আপনার মূল্যবান মতামত দিন: