স্কুলে রুটি বিক্রি করে আইফোন কিনলো কিশোরী

আন্তর্জাতিক ডেস্ক: | ২৮ মার্চ ২০২৩, ০৭:০৩

সংগৃহীত ছবি

ঘরে রুটি বানিয়ে তা স্কুলে বিক্রি করে আইফোন ১৪ কিনেছে দুবাইয়ের ১২ বছর বয়সী কিশোরী বিয়াঙ্কা জেমি ওয়ারিয়াভা।

বিয়াঙ্কার বাবা ও মা ফিলিপাইন থেকে এসেছেন। দুবাইয়ে একটি পাঁচ তারকা হোটেলের শেফ এই দম্পতি বেকিংয়েও (রুটি-কেক-কুকিজ তৈরি করা) খুব দক্ষ। দুবাই শহরে নিজেদের একটি পিজ্জার দোকানও আছে তাদের।

জানা গেছে, গত বছর সেপ্টেম্বরে আইফোন ১৪ বাজারে আসার পর এ সিরিজের একটি ফোন কিনে দিতে বাবা-মার কাছে বায়না ধরে সপ্তম শ্রেণিতে পড়া বিয়াঙ্কা। কিন্তু তিন হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৮৫ হাজার ৮০০ টাকা) ব্যয় করে মেয়েকে আইফোন ১৪ কিনে দেওয়ার মতো আর্থিক সামর্থ্য ছিল না তাদের। বিয়াঙ্কাও তাদের অপারগতার ব্যাপারটি মেনে নিয়েছিল।

তবে গত জানুয়ারির মাসে সম্ভাবনার নতুন দুয়ার খুলে যায় বিয়াঙ্কার সামনে। ওই মাসের মাঝামাঝি কোনো এক দিন বিয়াঙ্কার মা জেমিনি ওয়ারিয়াভা মেয়ের টিফিনবক্সে কয়েকটি ঘরে বানানো রুটি দিয়েছিলেন। টিফিন পিরিয়ডে বন্ধুদের সেসব রুটি ভাগ করে দেয় বিয়াঙ্কা এবং তারা খুবই পছন্দ করে।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসকে বিয়াঙ্কা বলেন, ‘আমার মা এমনিতেই খুব চমৎকার রুটি-কেক-কুকিজ তৈরি করতে পারেন। আমার জন্য যখন কোনো কিছু তৈরি করেন, স্বাভাবিকভাবে সেগুলো আরও বিশেষভাবে তৈরি করা হয়। প্রথমদিন যখন আমি আমার বন্ধুদের রুটি খাওয়ালাম তারা সেগুলোর ব্যাপক প্রশংসা করেছিল এবং বলেছিল, পরের দিনও যেন আমি তাদের জন্য রুটি নিয়ে যাই।

এরপর বন্ধুদের পরামর্শেই আমি রুটি বিক্রি শুরু করি। মা-বাবাকে এ আইডিয়া জানানোর পর তারা আমাকে সহযোগিতা করতে রাজি হয়ে যান।

বিয়াঙ্কার মা জেমিনি এ সম্পর্কে বলেন, ‘ছোটো থেকেই তার বেকিংয়ের দিকে আগ্রহ ছিল। স্কুলের পড়াশোনার পর সে নিয়মিত পিজা পার্লারে আমাদের সহযোগিতা করে। ওই কাজের ফাঁকেই আমি আর বিয়াঙ্কা (স্কুলের জন্য) রুটি তৈরি করতাম।’

রুটি বিক্রি শুরু করার পর মাত্র ছয় সপ্তাহের মধ্যে ৩ হাজার দিরহাম জমিয়ে ফেলতে সক্ষম হয় বিয়াঙ্কা। এই অর্থ দিয়ে আইফোন ১৪ কেনে সে।


আপনার মূল্যবান মতামত দিন: