মেক্সিকোতে বারে বন্দুক হামলায় নিহত ১০

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৩ মার্চ ২০২৩, ২১:৫৫

সংগৃহীত ছবি

মেক্সিকোর কেন্দ্রীয় রাজ্য গুয়ানাজুয়াতোতে একটি বারে বন্দুক হামলায় ১০ জন নিহত। এঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১১ মার্চ) রাত ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, কুয়েরেতারো ও সেলায়া শহরের সঙ্গে সংযোগকারী একটি হাইওয়ের পাশে অবস্থিত ‘এল এস্টাডিও’ বারে একদল সশস্ত্র হামলাকারী ঢুকে পড়েন। এসময় লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি চালায় তারা। এসময় ৭ জন পুরুষ ও ৩ জন নারী নিহত হয়েছেন।

প্রসঙ্গত, গুয়ানাজুয়াতো একটি সমৃদ্ধ শিল্পাঞ্চল এবং মেক্সিকোর সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো এখানে অবস্থিত। মাদক কারবারসহ চুরি-ডাকাতির জেরে রাজ্যটিতে সান্তা রোসা দে লিমা ও জালিস্কো নুয়েভা জেনারসিয়ন নামে দুটি চক্র প্রায়ই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। ফলে এটি দিন দিন অনিরাপদ হয়ে উঠেছে সাধারণ মানুষের জন্য।

তথ্যসূত্র: এনডিটিভি



আপনার মূল্যবান মতামত দিন: