রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগে কিছু একটা করতে চেয়েছিলেন মেরকেল

আন্তর্জাতিক ডেস্ক | ২৬ নভেম্বর ২০২২, ০৫:৩৭

ছবিঃ সংগৃহীত

জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, রাশিয়া ইউক্রেনে হামলার আগে কিছু একটা করতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন। কিন্তু নিজের ক্ষমতার শেষ দিকে এসে প্রভাব কমে যাওয়ায় সেই পরিকল্পনাগুলো ভেস্তে যায়। এমনকি তখন পুতিনকে প্রভাবিত করার ক্ষমতা তার ছিল না।

জার্মান সাপ্তাহিক ম্যাগাজিন স্পিগেলকে এভাবেই নিজের কথাগুলো তুলে ধরেন মেরকেল। খবর বিবিসি ও চয়েচে ভেলের।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতায় থাকাকালে তিনি ২০২১ সালের আগস্টে সবশেষ মস্কো সফর করেন। ২০২১ সালের গ্রীষ্মে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ইউরোপীয় সংলাপের আয়োজন করতে চেয়েছিলেন মেরকেল। তবে তা ব্যর্থ হয় তুলে ধরে তিনি বলেন, রাশিয়া তার নীতিতে অটল ছিল।

তিনি বলেন, সেই সময় আমার অনুভূতি খুবই স্পষ্ট ছিল যে ক্ষমতার রাজনীতিতে আমার প্রভাব শেষ হয়ে গেছে।

অ্যাঙ্গেলা আরও বলেন, আলোচনা সামনে টেনে নেওয়ার মতো আমার ক্ষমতা ছিল না। সত্যিই ছিল না, সবাই জানত শরৎকালে সে (অ্যাঙ্গেলা মেরকেল) চলে যাবে। তিনি যোগ করেন, পুতিন শুধু ক্ষমতাকেই বিবেচনা করেন।


আপনার মূল্যবান মতামত দিন: