রোগী অপারেশন থিয়েটারে, যানজটে নাকাল চিকিৎসক হাসপাতাল পৌঁছালেন দৌড়ে

সময় ট্রিবিউন | ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৫:০৪

সংগৃহীত

ঢাকার যানজটের সাথে কমবেশি আমরা সবাই পরিচিত। ভারতের বেঙ্গালুরুও কখনো কখনো ছাড়িয়ে যায় ঢাকার যানজটকে। গত ৩০ আগস্ট সেরকমই এক দিন। অপারেশন থিয়েটারে থাকা রোগীকে জরুরি ভিত্তিতে চিকিৎসা দিতে তবে। অন্যদিকে আর সবার মতো যানজটে রাস্তায় আটকা হাসপাতালের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়া চিকিৎসক।

যানজটে আটকা চিকিৎসক অবশেষে উপায়ন্তর না দেখে গাড়ি থেকে নেমে ৪৫ মিনিট দৌড়ে ৩ কিলোমিটার দূরের হাসপাতালে পৌঁছান। বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালের চিকিৎসক গোবিন্দ নন্দকুমার এমনই এক ভয়াবহ যানজটের অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

চিকিৎসক গোবিন্দ নন্দকুমার জানান, ‘যখন যানজটে আটকা পড়েছিলাম তখন তার এক রোগী অপারেশন থিয়েটারে অপারেশনের জন্য অপেক্ষায় ছিলেন। শুধু এই একজন রোগীই নন, তারপর আরও কয়েকজনের অপারেশন করার কথা। কিন্তু আমি হাসপাতাল থেকে ৩ কিলোমিটার দূরে যানজটে আটকা। শেষ পর্যন্ত দেখলাম এই জট ছাড়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এরপর গাড়ি থেকে নেমে দৌড় শুরু করলা। ৪৫ মিনিট দৌড়ে অবশেষে হাসপাতালে পৌঁছেছিলাম। ’ 

নন্দকুমার আরও বলেন, ‘প্রবল বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে হাসপাতালের আগে কয়েক কিলোমিটার যানজট ছিল। আমি যানজট ছাড়ার জন্য অপেক্ষা করে আর সময় নষ্ট করতে চাইনি। কারণ, রোগীদের অপারেশন শেষ না হওয়া পর্যন্ত তাদের খাবার খেতে দেওয়া হয় না। আমি তাদের আর অপেক্ষা করাতে চাইনি।’

টাইমস অব ইন্ডিয়া


আপনার মূল্যবান মতামত দিন: