বজ্রপাতে বিহারে ১০ জনের মৃত্যু

সময় ট্রিবিউন ডেস্ক | ৩ জুলাই ২০২২, ২১:৩৯

বজ্রপাতে মৃত্যু-প্রতীকী ছবি

বজ্রপাতে ভারতের বিহার রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনীর সূত্র জানিয়েছে, সারান জেলায় বজ্রপাতে ছয় জনের মৃত্যু হয়েছে।

সিওয়ান, হাজিপুর, বাঙ্কা ও গোপালগঞ্জ জেলায় একজন করে মারা গেছেন। গত ২৪ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে বিহারে বজ্রাঘাতে মোট ২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বিহারের উত্তর-মধ্য ও দক্ষিণ-পশ্চিম অংশের একাধিক এলাকায় ভারি বৃষ্টি হয়েছে। বারাউনিতে বৃষ্টির পরিমাণ ছিল ৯৩ দশমিক ২ মিলিমিটার। বীরপুরে বৃষ্টি হয়েছে ৬৮ দশমিক ৮ মিলিমিটার।

রাজ্যটিতে বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানা গেছে। আগামী ৪ জুলাই পর্যন্ত ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।



আপনার মূল্যবান মতামত দিন: