করোনায় মৃতদের বিনামূল্যে সৎকারের আবেদন সোনুর

সময় ট্রিবিউন ডেস্ক | ৪ মে ২০২১, ০৭:০০

ছবিঃ সংগৃহীত

করোনা মহামারীতে বিপর্যস্ত ভারতে অনেকটা ত্রাতা রূপে জনসাধারণের পাশে দাঁড়াতে দেখা গেছে বলিউড অভিনেতা সোনু সোদকে। এর ধারাবাহিকতায় এবার তিনি দেশটির সরকারের কাছে আবেদন জানিয়েছেন যেন করোনায় মৃতদের সৎকার বিনামূল্যে করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও শেয়ার করে তিনি জানান, গতকাল রাতে এক মুমূর্ষু ব্যক্তির অক্সিজেন ও বেডের ব্যবস্থা করে দিয়েছিল তাঁর টিম। এরপর চিকিৎসার অবনতি হলে তার জন্য ব্যবস্থা করা হয় ভেন্টিলেশনেরও। কিন্তু শেষরক্ষা হয়নি। ভোর রাতের দিকে মারা যান ওই ব্যক্তি। পরিবারের কাছে তাঁকে সৎকার করার জন্যও পর্যাপ্ত অর্থ ছিল না। সেই ব্যবস্থাও করে সোনু সুদের টিম।

ভিডিওতে সোনু বলেন, 'রোজ প্রিয় মানুষকে হারিয়ে ফেলছি আমরা। আমি সমস্ত সরকারের কাছে হাত জোড় করে আবেদন করছি, এই পরিস্থিতিতে অন্তত শেষকৃত্যের টাকা সরকারি তহবিল থেকে দেওয়া হোক। এতে যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁরা অন্তত শান্তিতে শেষ বিদায়টুকু জানাতে পারবেন। সেইসময় টাকার কথা ভাবতে হবে না।'

শ্মশান বা কবরস্থানে জায়গার অপ্রতুলতার কথাও ভিডিওর মধ্যে তুলে ধরেন সোনু।


আপনার মূল্যবান মতামত দিন: