ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে যুক্তরাজ্য; ক্ষুব্ধ রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | ৬ জুন ২০২২, ২১:২৭

প্রতীকী ছবি

রাশিয়ার হুমকি আমলে না নিয়ে ইউক্রেনকে ধ্বংসাত্মক দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র অস্ত্র দিচ্ছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের বরাতে এ তথ্য জানায় বিবিসি।

ওয়ালেস বলেন, এম২৭০ মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম রাশিয়ার বিরুদ্ধে আত্মরক্ষার ক্ষেত্রে ইউক্রেনকে সহায়তা করবে।

তবে কী পরিমাণ অস্ত্র ইউক্রেনকে দেওয়া হচ্ছে তা যুক্তরাজ্যের সরকার নিশ্চিত করেনি।

যুক্তরাষ্ট্র ও উক্তরাজ্য সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। দেশটিও গত সপ্তাহে ইউক্রেনকে একই ধরনের অস্ত্র দেওয়ার কথা জানায়।

তবে ওয়াশিংটনের এ সিদ্ধান্ত ইতোমধ্যে মস্কোকে ক্ষিপ্ত করে তুলেছে। ফলে রোববার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুমকি দিয়ে বলেন, যদি পশ্চিমারা কিয়েভকে দূর-পাল্লার অস্ত্র দেয় তবে মস্কো নতুন লক্ষ্যবস্তুতে হামলা চালাবে।

এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়ালেস বলছেন, ইউক্রেনীয় সেনাদের ‘তাদের দেশকে অযাচিত আগ্রাসনের হাত থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ অস্ত্র দেওয়ার ক্ষেত্রে’ প্রধান ভূমিকা পালন করছে যুক্তরাজ্য।

তিনি আরও বলেন, রাশিয়ার কৌশল যেমন পরিবর্তন হয়, আমাদের সহায়তাও তেমনই হওয়া উচিত।

ওয়ালেস বলেন, এ উচ্চ ক্ষমতাসম্পন্ন মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম দূর-পাল্লার কামানের হাত থেকে নিজেদের আরও ভালোভাবে রক্ষায় আমাদের ইউক্রেনীয় বন্ধুদের সহযোগিতা করবে, যে দূর-পাল্লার কামান পুতিনের সেনারা ইউক্রেনের শহরগুলো ধ্বংসে নির্বিচারে ব্যবহার করছে।

বিবিসির প্রতিরক্ষা বিষয়ক সাংবাদিক জনাথন বিলে মনে করেন, ব্রিটেন ও আমেরিকা ইউক্রেনকে অস্ত্র দেওয়ার পথ দেখিয়েছে। তবে বর্তমানে উন্নত এ দূর পাল্লার রকেট দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটিও ঠিক যে, ইউক্রেন রাশিয়ার কামানের বিরুদ্ধে লড়তে হিমশিম খাচ্ছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইবি ছাত্রলীগের সংহতি
    স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইবি ছাত্রলীগের সংহতি
  1. জাবির ডিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
    জাবির ডিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
  1. হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু
    হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু
  1. শেরপুরের বলাইরচরে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ
    শেরপুরের বলাইরচরে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ
  1. শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি
    শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি
  1. চট্টগ্রামে একদল তরুণদের উদ্যোগে আয়োজিত হলো “বই বিনিময় উৎসব”
    চট্টগ্রামে একদল তরুণদের উদ্যোগে আয়োজিত হলো “বই বিনিময় উৎসব”
  1. গাজা পুনর্গঠনে সময় লাগবে ৮০ বছর : জাতিসংঘ
    গাজা পুনর্গঠনে সময় লাগবে ৮০ বছর : জাতিসংঘ
  1. নিরাপদ ও পরিচ্ছন্ন উপজেলা উপহার দিতে আবারো নির্বাচনে আবু আসিফ
    নিরাপদ ও পরিচ্ছন্ন উপজেলা উপহার দিতে আবারো নির্বাচনে আবু আসিফ
  1. শেরপুরে শিক্ষা বৃত্তি প্রদান ও দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
    শেরপুরে শিক্ষা বৃত্তি প্রদান ও দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
  1. নিরাপদ ও স্বচ্ছ নির্বাচনের বৈশ্বিক পরিকল্পনা
    নিরাপদ ও স্বচ্ছ নির্বাচনের বৈশ্বিক পরিকল্পনা