ইউক্রেনকে সাতটি দূরপাল্লার কামান দিচ্ছে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক | ৭ মে ২০২২, ০০:১১

ছবিঃ সংগৃহীত

ইউক্রেনকে সম্মুখযুদ্ধে আরও শক্তিশালী করতে সাতটি দূরপাল্লার হাউইটজার কামান সরবরাহ করবে জার্মানি। শুক্রবার জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট এই তথ্য জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। 

আগামী সপ্তাহে ইউক্রেনীয় সেনাদের এই অস্ত্র চালনার প্রশিক্ষণ দেওয়া শুরু হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন ল্যামব্রেখট।

এর আগেও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে ১ হাজার ট্যাংক বিধ্বংসী অস্ত্র ও ৫০০ ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছিলেন জার্মান চ্যান্সেলর।

নিজস্ব নীতির কারণে যুদ্ধক্ষেত্রে নিজেদের উৎপাদিত মারণাস্ত্র পাঠাত না জার্মানি। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এ নীতি থেকে সরে এসেছে জার্মানি। 

ইউক্রেনকে অস্ত্র দেওয়ার ব্যপারটি নিশ্চিত করে জার্মান চ্যান্সেলর টুইটারে জানিয়েছিলেন, রাশিয়ার হামলা সবকিছু ঘুরিয়ে দিয়েছে। যে দিক দিয়ে সম্ভব রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনকে সহায়তা করা আমাদের কর্তব্য


আপনার মূল্যবান মতামত দিন: