পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে : জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক | ১৭ এপ্রিল ২০২২, ০০:৪৩

ছবিঃ সংগৃহীত

রাশিয়ার সামরিক আগ্রাসনে ইউক্রেনের প্রায় ৩ হাজার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়াও আহত হয়েছে প্রায় ১০ হাজার সেনা।

সিএনএনকে দেওয়া এক স্বাক্ষাতকারে তিনি আরও জানান, তার দেশ সম্ভাব্য পারমাণবিক হামলার ঝুঁকিতে রয়েছে। তিনি বলেন, পুতিন পারমাণবিক বা রাসায়নিক অস্ত্রের দিকে যেতে পারেন কারণ তিনি ইউক্রেনের জনগণের জীবনের মূল্য দিচ্ছেন না।

তিনি আরও বলেন, "তবে এটি ইউক্রেনের জন্য একটি প্রশ্ন নয়, শুধু ইউক্রেনের জন্য নয়, আমি মনে করি সারা বিশ্বের জন্য।"

এক মাস আগে জেলেনস্কি জানিয়েছিলেন এক হাজার ৩০০ সেনা মারা যাওয়ার কথা। তবে এবার তিনি এর চেয়ে বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেন।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশের এলাকা থেকে রুশ বাহিনী সরে যাওয়ার পর একের পর এক মৃতদেহের সন্ধান পাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। কিয়েভ থেকে এ পর্যন্ত ৯০০ মরদেহ পাওয়া গেছে। কিয়েভের আশেপাশের অঞ্চলে এখনও ধ্বংসস্তুপ সরানোর কাজ চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: