রুশ বাহিনীর হামলায় ভারতীয় শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | ২ মার্চ ২০২২, ০৭:৫০

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে গোলাবর্ষণে এক ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন।

হিন্দুস্তান টাইমস জানায়, সরকারিভাবে ওই শিক্ষার্থীর পরিচয় প্রকাশ করা হয়নি। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় তার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছে।

মঙ্গলবার দুপুরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক টুইটে বলেন, 'অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আজ সকালে খারকিভে গোলাবর্ষণে এক ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়।'

তিনি আরও বলেন, 'খারকিভ-সহ যে সব জায়গায় সংঘাত হচ্ছে, সেখানকার ভারতীয়দের দ্রুত সুরক্ষিতভাবে যেতে দেওয়ার দাবি আরও জোরালোভাবে জানানোর জন্য রাশিয়া ও ইউক্রেনের রাষ্ট্রদূতকে জরুরী তলব করেছেন ভারতের পররাষ্ট্র সচিব। রাশিয়া ও ইউক্রেনে আমাদের রাষ্ট্রদূতরাও একই উদ্যোগ নিচ্ছেন।'

সোমবার জাতিসংঘ বলেছে, যুদ্ধের সময় কমপক্ষে ১০২ জন নিহতসহ ৪০০ জনেরও বেশি বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিসের মুখপাত্র লিজ থ্রোসেল বলেছেন, রাশিয়া আগ্রাসন শুরু করার পর থেকে ইউক্রেনে ১৩ শিশুসহ অন্তত ১৩৬ বেসামরিক নাগরিক নিহত এবং ৪০০ জন আহত হয়েছেন।

তিনি আরও জানান, নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

 


আপনার মূল্যবান মতামত দিন: