ডেঙ্গুজ্বরে আরও ১৩০ জন হাসপাতালে ভর্তি

সময় ট্রিবিউন | ৩০ অক্টোবর ২০২১, ০৭:৪৭

ছবিঃ সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ১৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর বিভিন্ন হাসপাতালে ১২৬ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৪ জন। 

শুক্রবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা ৮২৩ ডেঙ্গি রোগীর মধ্যে রাজধানী সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৬৯ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন ১৫৪ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে শুক্রবার সকাল পর্যন্ত দেশে ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৩ হাজার ৩৫৭ জনে দাঁড়িয়েছে। তবে তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ হাজার ৪৪৫ জন। 


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর