করোনা ভাইরাসে বিশ্বে মৃত্যু ছাড়ালো ৪৭ লাখ

সময় ট্রিবিউন | ২০ সেপ্টেম্বর ২০২১, ০২:১১

ছবি : ইন্টারনেট

মহামারির করোনা ভাইরাসের দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ের ধাক্কায় বিশ্বে প্রাণহানি ৪৭ লাখ ছাড়িয়েছে। সারা বিশ্বে সংক্রমণ ২৩ কোটির কাছাকাছি।

পরিসংখ্যান বিষয়ক সাইট ওয়ার্ল্ডোমিটারের রোববারের তথ্য মতে এমনটা জানা গেছে।

এছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৪ লাখ ১৭ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময় মারা গেছেন ৬ হাজার ৭৬৭ জন।

এ নিয়ে করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ২২ কোটি ৯০ লাখ ৫৩ হাজার ১০৫ জনে দাঁড়িয়েছে। মোট মৃত্যু বেড়ে হয়েছে ৪৭ লাখ ২ হাজার ৪৭৫ জনে।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

 


আপনার মূল্যবান মতামত দিন: