করোনায় এখন পর্যন্ত কোন বিভাগে মোট কতজনের মৃত্যু হলো

সময় ট্রিবিউন | ৩০ আগষ্ট ২০২১, ২১:৫৭

ছবি : ইন্টারনেট

করোনাভাইরাসে দেশে এখন পর্যন্ত মোট ২৬ হাজার ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ঢাকা বিভাগে এখন পর্যন্ত মোট মারা গেছেন ১১ হাজার ৩৭১ জন, যা মোট মৃত্যুর ৪৩ দশমিক ৭১ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ ৫২০৪ জন মারা গেছেন চট্টগ্রাম বিভাগে। এই বিভাগে মৃত্যুর পরিমাণ মোট মৃত্যুর ২০ শতাংশ।

তৃতীয় সর্বোচ্চ ৩৩৯৭ জন মারা গেছেন খুলনা বিভাগে, যা মোট মৃত্যুর ১৩ দশমিক ০৬ শতাংশ।

এছাড়া রাজশাহী বিভাগে ১৯২৮ জন (৭ দশমিক ৪১ শতাংশ), রংপুর বিভাগে ১২৯৮ জন (৪ দশমিক ৯৯ শতাংশ), সিলেট বিভাগে ১১৩১ জন (৪ দশমিক ৩৫ শতাংশ), বরিশাল বিভাগে ৮৯২ জন (৩ দশমিক ৪৩ শতাংশ) ও ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ৭৯৪ জন (৩ দশমিক ০৫ শতাংশ)।

দেশে এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৮৯৮ জন এবং নারী ৯ হাজার ১১৭ জন। শতাংশ হিসাবে করোনায় মোট মৃত ব্যক্তির ৬৪ দশমিক ৯৫ শতাংশ বা দুই-তৃতীয়াংশ পুরুষ, ৩৫ দশমিক ০৫ শতাংশ নারী।

 


আপনার মূল্যবান মতামত দিন: