করোনায় চট্টগ্রামে ৭ জনের মৃত্যু, শনাক্ত ৩০৬

সময় ট্রিবিউন | ২৬ আগষ্ট ২০২১, ১৮:১৩

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সাত জন মারা গেছেন। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট এক হাজার ২০৩ জন মারা গেছেন।

একই সময়ে ১১টি ল্যাবে এক হাজার ৭৭৭টি নমুনা পরীক্ষা করে ৩০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ২২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৮ হাজার ২৬৮ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে চার জনের বাড়ি লোহাগড়া উপজেলায়। এ ছাড়া, সাতকানিয়া উপজেলার একজন, বাঁশখালী উপজেলার একজন, আনোয়ারার পাঁচ জন, চন্দনাইশ উপজেলার পাঁচ জন, পটিয়ার তিন জন, বোয়ালখালীর ২৭ জন, রাঙ্গুনিয়ার ২৪ জন, রাউজানের ১৮, ফটিকছড়ির ১২ জন, হাটহাজারীর ২৭ জন, সীতাকুণ্ডের সাত জন, মীরসরাই উপজেলার পাঁচ জন ও একজন সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।


আপনার মূল্যবান মতামত দিন: