মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১০ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ১১ আগষ্ট ২০২১, ১৭:৪৮

ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয় জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনার উপসর্গ দেখা দিয়েছিল।

করোনায় মারা যাওয়া ছয় জনের মধ্যে তিন জনই ময়মনসিংহের বাসিন্দা। এ ছাড়া, একজন শেরপুর, নেত্রকোণা ও একজনের বাড়ি জামালপুরে। উপসর্গ নিয়ে মারা যাওয়া চার জনের মধ্যে তিন জনের বাড়িই ময়মনসিংহে। অন্য একজন নেত্রকোণার বাসিন্দা।

বুধবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন। হাসপাতালে মোট ভর্তি আছেন ৪২৪ জন। এর মধ্যে ২০ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৮৩টি নমুনা পরীক্ষা করে ৩৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ৪৮ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট শনাক্ত হয়েছেন ১৮ হাজার ২৪১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৬০ জন।


আপনার মূল্যবান মতামত দিন: