মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১৫ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ১০ আগষ্ট ২০২১, ১৮:৪২

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাত জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনার উপসর্গ দেখা দিয়েছিল।

করোনায় মারা যাওয়া সাত জনের মধ্যে পাঁচ জন ময়মনসিংহের বাসিন্দা। এ ছাড়া, একজন টাঙ্গাইল ও একজনের বাড়ি নেত্রকোণায়। উপসর্গ নিয়ে মারা যাওয়া আট জনের মধ্যে সাত জনের বাড়িই ময়মনসিংহে। অন্য একজন নেত্রকোণার বাসিন্দা।

মঙ্গলবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন। হাসপাতালে মোট ভর্তি আছেন ৪১১ জন। এর মধ্যে ২১ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে— বলেন ডা. মহিউদ্দিন।

তিনি আরও বলেন, হাসপাতালে কোভিড ডেডিকেটেড বেড ছিল ২১০টি। এর মধ্যে ২০টি আইসিইউ বেড। অতিরিক্ত রোগীর চাপে আরও কয়েকটি ফ্লোরে কোভিড রোগী রাখা হচ্ছিল। গতকাল ওই ফ্লোরগুলোতে কোভিড রোগীদের চিকিৎসা দেওয়ার আনুষ্ঠানিক অনুমতিপত্র দিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে কোভিড ডেডিকেটেড জেনারেল বেড ৩৮০টি ও আইসিইউ বেড ২২টি।


আপনার মূল্যবান মতামত দিন: