ছেলেকে বাঁচাতে নিজের আইসিইউ শয্যা ছেড়ে দিয়ে মারা গেলেন মা

সময় ট্রিবিউন | ২৯ জুলাই ২০২১, ২১:০৪

আইসিইউ বেড-ফাইল ছবি

করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে সংকটাপন্ন অবস্থায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন ছিলেন মা চট্টগ্রামের কানন প্রভাপাল (৬৫) নামের এক মহিলা। করোনা আক্রান্ত হয়ে একই হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন ছেলে শিমুল পাল। একপর্যায়ে ছেলের অবস্থার আরও অবনতি ঘটলে চিকিৎসক আইসিইউয়ে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু বিধি বাম। ওই হাসপাতালে কোন আইসিইউ ফাঁকা নেই।

পরে ছেলের জন্য সারা চট্টগ্রামের কোথাও মেলেনি আইসিইউ শয্যা। তবে এ খবর ততক্ষণে পৌঁছে গেছে মুমূর্ষু অবস্থায় আইসিইউতে শুয়ে থাকা মায়ের কানে। খবরটা শুনেই ছটফট করতে থাকেন মা। তাই নিজের জীবনকে মৃত্যুর পথে ঠেলে দিলে হলেও তাঁর ছেলেকে বাঁচাতে চান মা প্রভাপাল। এজন্য ছেলেকে বাঁচাতে নিজের শয্যা ছেড়ে দিতে চিকিৎসকদের অনুরোধ করেন। চিকিৎসকরা বোঝানোর চেষ্টা করেও মাকে ওই অবস্থান থেকে সরাতে পারেননি।

গত ২৭ জুলাই (মঙ্গলবার) দুপুর ১টায় ছেলের জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ শয্যা ছাড়েন কানন প্রভাপাল (৬৫) নামের ওই মা। বাধ্য হয়ে মাকে নামিয়ে আইসিইউ বেডে তোলা হয় ছেলেকে। এর এক ঘণ্টা পর করোনার কাছে হার মানেন মা প্রভাপাল।

তবে মায়ের জীবন ত্যাগের মধ্য দিয়ে আইসিইউ শয্যা মিললেও ছেলে শিমুল পাল ভালো নেই। মুমুর্ষু অবস্থায় কোনমতে বেঁচে আছেন।

কথাগুলো বলছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আহমেদ তানজিমুল ইসলাম।

তিনি বলেন, ‘ছেলেকে বাঁচাতে মা আইসিইউ বেড ছেড়ে দিলে সেই বেডে ওঠে ছেলেকে তোলা হয়। কিছুক্ষণ বাদে মা মারা যান। মায়ের মৃত্যুর পর ছেলের অবস্থার আরও অবনতি হয়। তিনি এখনও আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন। তবে খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন।’


আপনার মূল্যবান মতামত দিন: